স্বপন চক্রবর্তী : একটি স্মৃতিকথা – স্বাতী মৈত্র
অধ্যাপক স্বপন চক্রবর্তীর সাথে ব্যক্তিগত আলাপ হয়েছে বার কয়েক মাত্র। জাতীয় গ্রন্থাগারে আমি তখন নিয়মিত। স্বপন চক্রবর্তী ডাইরেক্টর। খড়ের গাদায় ছুঁচ খুঁজতে খুঁজতেইকখনও-সখনও আলাপ আলোচনা। “বেঙ্গল ম্যাগাজিন? বেশ বেশ, দেখো”, এই জাতীয় উৎসাহ-দান। তখনওজানতাম না এর আরও কিছুদিন পর তাঁর কিছু কাজ আমাকে গবেষণার এক নতুন দিশা দেখাবে। জানলে হয়তো আরেকটু ভালো করে আলাপ করে…