আগত রবিমাস ও এক অর্বাচীন নাট্যকার – সঞ্জয় আচার্য
“আমাদের ইতিহাস নেইঅথবা এমনই ইতিহাস—আমাদের চোখ মুখ ঢাকাআমরা ভিখারি বারোমাস।” —শঙ্খ ঘোষ আজ এই সঙ্গনিরোধ জীবনে, ঘর-জানালা এঁটে আমরা কারাটিনে বন্দি। প্রকৃতি কিন্তু আপন খেয়ালে হই-হুল্লোড় করছে রোজকার মতো। কৃষ্ণচূড়া, শিরীষ ফুল পাপড়ি মেলে আলাপরত। জুঁই বা গন্ধরাজের আঘ্রান ঘুলঘুলি দিয়ে যখন ঢুকছে ঘরের মধ্যে—সেই গন্ধস্মৃতি বেয়ে অতীতে ফিরে যেতে চাইছে মন। বসন্ত দিবস, পহেলা…