হারানো লজেন্সগুলো – রূপায়ণ ঘোষ
ছেলেটার বয়স পাঁচ কি ছয়! ভরদুপুর-প্রাচীন ভাড়া বাড়ির কাঠের দরজা ঠেলে সে নেমে পড়ল নুড়ি-মোরাম বিছানো পাড়ার গলিতে। ছোটো ছোটো পায়ে লম্বা নির্জন গলিটা পেরিয়ে সে এসে দাঁড়ায় একটা মনোহারী দোকানের সামনে। হরেকরকম জিনিসের দোকান। সেখানে কাচের বয়ামে থরে থরে সাজানো কতরকমের লজেন্স। ছেলেটা জুলজুল করে সেদিকে তাকিয়ে রয়েছে আর মাঝে মাঝে হাফ-প্যান্টের পকেটে হাত…