সুকান্ত: জন্মদিনে – মালিনী ভট্টাচার্য
মানিক বন্দ্যোপাধ্যায় যখন মাঝবয়সে নতুন করে কবিতায় হাত মক্শো করছিলেন তখন যাঁদের অনুপ্রেরণায় ‘রণরঙ্গিনী কাব্যলক্ষ্মীর সাথে মারণপ্রেমের কায়দাকানুন’ শিখছেন তাঁদের মধ্যে উল্লেখ করেন এক ‘কিশোর সৈনিক’-এর, যে কবিতা লেখে। ‘উদয়-সূর্যের প্রভাত থেকে জগতের কবিরা’ যুগে যুগে হাত ধরে যে সারি দিয়েছে, তার ‘শেষ হাতটি ধরতে হাত বাড়িয়েছে’ সে। নাম না বললেও আমরা জানি কবিতায় অমরত্ব-প্রয়াসী…