পরি ও পতঙ্গ – প্রতিভা সরকার
উইপোকাকে চিনু ছোটোবেলা থেকেই উলিপোকা ডেকে এসেছে। তাদের টাউনের দস্তুর। উলিপোকা মানে উলিপোকা, বৃষ্টি নামলে যাদের পাখনা গজায়, যেমন তেলতেলে মুখে এবড়ো-খেবড়ো ব্রণ গজায় খারাপ কথা চিন্তা করলে। এই কথাটি তার মায়ের, সত্যমিথ্যা চিনু জানে না। কিন্তু তার নিজের গালে সত্যিই বর্ষাকালে ব্রণ গজাত, সবে তখন সে ঘুমের মধ্যে ঠাকুরদেবতার আদেশ পাবার মতো শ্রীদেবীকে স্বপ্নে…