শঙ্খবাবু, সুনীলদা ও স্বপনদা – অংশুমান কর
স্বপন চক্রবর্তী ছিলেন সেই বিরল প্রজাতির ইংরেজি সাহিত্যের শিক্ষক যিনি সম-উৎসাহে পাঠ করতেন বাংলা ও ইংরেজি সাহিত্য। অবশ্য এখন এই ধারাটিকে বিরল বলতে হচ্ছে বটে, কিন্তু একটা সময় পর্যন্ত এই ধারাটি বিরল ছিল না; বরং ইংরেজির মাস্টারমশাইদের এটা ছিল অতি স্বাভাবিক এক প্রবণতা। বেশি দূরে যেতে হবে না। রবীন্দ্রকুমার দাশগুপ্ত বা শিশিরকুমার দাশই উদাহরণ হিসেবে…