এসি চালান, প্লিজ – “সি” অনুবাদ: তপন মহন্ত
[লেখক পরিচিতি: পরওয়ানা ফাইয়াজ: কবি, গল্পকার, অনুবাদক। জন্ম আফগানিস্তানের কাবুলে, ১৯৯০ সালে। সাত থেকে ষোল বছর বয়স পর্যন্ত তাঁর পাকিস্তানের কোয়েটায় বসবাস। কাবুলে ফিরতে সক্ষম হলে সেখানেই হাইস্কুল শেষ করেন। বাংলাদেশের চট্টগ্রামে কলেজ জীবন। ২০১২ সালে, সে স্ট্যানফোর্ডে স্থানান্তরিত হন, যেখানে তিনি বিএ পাশ করেন, তুলনামূলক সাহিত্যে মেজর এবং ক্রিয়েটিভ রাইটিংয়ে মাইনর নিয়ে। ধর্মীয় অধ্যয়নে…