গ্রন্থ সমালোচনা: ক্ষত্রবধূ – মহাশ্বেতা চ্যাটার্জি
বাণী বসুর লেখা ‘ক্ষত্রবধূ’ উপন্যাসটি ২০১৭ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় দে’জ পাবলিশিং থেকে। ক্ষত্রিয় কুলের তিন বধূকে নিয়েই এই উপন্যাসের কাহিনিবৃত্ত রচিত হয়েছে। প্রথমেই গান্ধারীর কথা উল্লেখ করেছেন ঔপন্যাসিক। এক গুরুত্বপূর্ণ প্রসঙ্গের উত্থাপনের মধ্য দিয়ে উপন্যাসটি শুরু হয়েছে। যেখানে গোটা মহাভারত পাঠ করলে একবারও কুরুকুলের জ্যেষ্ঠ বধূর নাম খুঁজে পাওয়া যায়নি। “পণ্যের কি সেভাবে কোনও নাম…