উজান পথের যাত্রী সুকুমারী ভট্টাচার্য – কণিষ্ক চৌধুরী

উজান পথের যাত্রী সুকুমারী ভট্টাচার্য – কণিষ্ক চৌধুরী

১ কালিদাস চট্টোপাধ্যায় (১৮৪৬/১৯১৯), নামান্তরে সত্যব্রত সামশ্রমীকে অনেকেই হয়তো ভুলে গেছেন। তিনি ছিলেন বেদবিশেষজ্ঞ পণ্ডিত। শেষ জীবনে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক হন। ইনি ব্রাহ্মণ ছাড়া অন্য কারো হাতে অন্নগ্রহণ করতেন না। (চট্টোপাধ্যায়, অমরকুমার, ২০০৫:৩৩)। ১৮৭৩-এ বিদ্যাসাগর যখন বহুবিবাহ রদ করার চেষ্টায় ব্রতী হয়েছিলেন, তখন সত্যব্রত তার বিরোধিতা করে দেখিয়েছিলেন যে ‘বহুবিবাহ’ শাস্ত্র-নিষিদ্ধ নয় (পূর্বোক্ত: ৬১)।…