এদেশ আমার হোক – অর্ক রাজপণ্ডিত
আজাদির ৭৩ তম বছরে ‘লার্সেন অ্যান্ড টুবরো’-র রাম মন্দিরে আপনাকে স্বাগত!লার্সেন অ্যান্ড টুবরোর এই রামমন্দিরের চাতালেই আপাত-ধর্মনিরপেক্ষ, আপাত-গণতান্ত্রিক, আপাত-প্রগতিশীল– সব্বাই লাজলজ্জা ঝেড়ে ফেলে উলঙ্গ হন।বেসরকারি হলে পরিষেবা ভালো হবে, অতএব সাধের রামমন্দিরও বেসরকারি কর্পোরেট হাতে।আহমেদাবাদের মন্দির বেওসায়ী ‘সোমপুরা ব্রাদার্স’-রা রামমন্দিরের নকশা আঁকলেও ‘ফাইন প্রিন্ট’-এ হাত বুলিয়েছে ‘প্রাইসওয়াটারহাউস কুপার্স’-ও।‘লার্সেন অ্যান্ড টুবরো’-কে বরাত দিয়েছে ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র…