সেইসব না-বলা কথা – সুপ্রতীক চক্রবর্তী 

সেইসব না-বলা কথা – সুপ্রতীক চক্রবর্তী 

(ধরা যাক, পরপারে এক বর্ষার সন্ধ্যায় রবি ঠাকুরের বাসগৃহে হঠাৎ হাজির হলেন সত্যজিৎ রায়, মৃণাল সেন আর ঋতুপর্ণ ঘোষ। তারপর?) রবীন্দ্রনাথ: কী ব্যাপার!!! তোমরা হঠাৎ! পথ ভুলে? ঋতুপর্ণ: প্রণাম গুরুদেব। এটা আসলে মানিকবাবুর প্ল্যান। বললেন বিকেলটা ফাঁকা রাখতে। তাই তিনজন চলে এলাম। রবীন্দ্রনাথ: তা বেশ, বোসো তোমরা। তবে তোমাদের মাঝে আরেকজনকে দেখতে পাওয়ার বাসনা জাগছে।…