বেলারানির গল্প বা শেষ বড় ম্যাচ – অর্ণব রায়
এদিকের রাইট উইং-এর থেকে বলটা একটা সোজা ফলো থ্রু তে মাঠ ক্রস করে ওদিকের পেনাল্টি বক্সের কাছাকাছি গিয়ে পড়ার আগের বেলারানি তার দৌড় শুরু করেছিল। এদিকের স্ট্রাইকার ছেলেটি একটু বেশীই ছটফটে। এর আগে বার দুয়েক অপোনেন্টের পেনাল্টি বক্সের কাছে কাছে ঘুরঘুর করছিল। ডিফেন্ডার গোলকিপার হাত নেড়ে চেঁচিয়ে তার দৃষ্টি আকর্ষণ করে। সেসময় ওই এলাকায় বল…