টিনবাজার –  অনিরুদ্ধ চক্রবর্তী

টিনবাজার – অনিরুদ্ধ চক্রবর্তী

লোকটা একটা ভেড়ার মালিক। ভেড়ার গায়ে পাকানো সাদা লোম। চোখের পাতাও সাদা। ভেড়ার দড়ি ধরে লোকটা টিনবাজারের খোলা নর্দমার ধারে উবু হয়ে বসে পেচ্ছাপ করে। সে উঁচু করে চেক লুঙ্গি পড়ে। গায়ে মলিন ফতুয়া। গালের সাদা দাড়ি ধীরে ধীরে পাকিয়ে উঠছে। টিনবাজার দিয়ে যাতায়াত করলেই এমন একটি লোককে সকলেরই চোখে পড়বে। কত বয়স হবে লোকটার?…