এখন রাজনীতির সময় নয় – সরোজ দরবার
আমাদের ওখানে এক বুড়ি ছিল জানো; সুধন্য মাস্টারের সঙ্গে দেখা হলেই ভারী ব্যস্তসমস্ত হয়ে জিজ্ঞেস করত, হ্যাঁ হে মাস্টার, তা কিছু জানা গেল নাকি? অজপা মোবাইলে কাগজ দেখতে দেখতে চা খাচ্ছিল। দিনকয় হল কাগজ নেওয়া বন্ধ হয়েছে। বলা যায় না, কোন পথে ভাইরাস ঢুকে পড়ে, তার তো ঠিক নেই; অন্তত আশঙ্কা তেমনটাই। কথায় বলে সাবধানের…